আজ থেকে বাজারে মিলবে না খোলা সয়াবিন

শেয়ার

আজ (১ আগস্ট) থেকে বাজারে মিলবে না খোলা সয়াবিন তেল। সরকারের এ সিদ্ধান্ত কার্যকর করতে মাঠে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গত ২৬ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক অবহিতকরণ কর্মশালায় এ বিষয়ে মনিটরিংয়ে নামার কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, সিদ্ধান্ত অনুসারে পহেলা আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে, খোলা তেল বিক্রি করা যাবে না। আমরা খোলা তেল বিক্রি বন্ধে মাঠে নামবো।

তিনি আরও জানান, বাজার থেকে খোলা সয়াবিন তুলে দিতে এর আগেও তিন বার পদক্ষেপ নেয়া হয়েছিল। কিন্তু পুরোপুরি তুলে দেয়া সম্ভব না হওয়ায় চতুর্থবারের মতো আজ আবার মনিটরিংয়ে নামা হবে। সয়াবিন তেলের পর খোলা পাম তেলও তুলে দেয়া হবে বলে জানান মহাপরিচালক। সারাদেশে একযোগে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। এতে ভোক্তা অধিকারকে সহযোগিতা করবে জাতীয় হার্ট ফাউন্ডেশন।

এর আগে গত বছরের ২০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় যে, ২০২৩ সালের ৩১ জুলাইয়ের পর বাজারে আর খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আজ মনিটরিংয়ে নামবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.