আজও এমপিওভুক্ত হয়নি মালেক উকিল ডিগ্রি কলেজ

শেয়ার

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে আজ ও এমপিওভুক্ত হয়নি আব্দুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজ। অর্থাৎ সরকারি অনুদান প্রাপ্ত হয়নি। কলেজ অধ্যক্ষ মোঃ এনামুল হক জানান শিক্ষক বৃন্দ ২০০৫ সাল হতে মানবেতর জীবনযাপন করে আসছে। নোয়াখালী সদরে বাধের হাটে প্রয়াত আব্দুল মালেক উকিলের জন্মস্থানে। ১৯৭৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটির প্রতিষ্ঠাতা জাতীয় নেতা সাবেক স্পিকার প্রয়াত আবদুল মালেক উকিল কলেজটির প্রতিষ্ঠাতা। বিভিন্ন সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুনে দুঃখ প্রকাশ করে। কলেজটি জাতীয় করণে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুতি জানিয়েছে এলাকাবাসী ও সুশীল সমাজ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.