আচরণবিধি ভঙ্গ : চেয়ারম্যান প্রার্থী দুর্জয়ের প্রার্থিতা বাতিল

শেয়ার

বাবুল খান, শ্রীপুর, গাজীপুর:

 

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, ম্যাজিস্ট্রেটের কাজে বাধা ও ব্যঙ্গ করা এবং নিয়ম বহির্ভূত মিছিল করার দায়ে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বুধবার (১৫ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

 

অশোক কুমার বলেন, আচরণবিধি ভঙ্গ করায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। প্রার্থীর শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়। এর আগে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ১৫ মে নির্বাচন কমিশনে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়।

 

আজ প্রার্থীর সকল বক্তব্য শুনে সকল বিষয় পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন এড জামিল হাসান দূজয়ের প্রার্থিতা চুড়ান্তভাবে বাতিল ঘোষণা করেন।উল্লেখ্য তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচন করছিলেন। আগামী ২১মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.