জিহাদি বিদ্রোহীদের সঙ্গে চলমান লড়াইয়ে নাইজারের বুরকিনা ফাসোর কাছে পশ্চিম তিলাবেরি অঞ্চলে অতর্কিত হামলায় দশ সৈন্য নিহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) নাইজারের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনী তাদের সর্বশেষ অভিযান আপডেটে বলেছে, সোমবার অপরাধীদের একটি চক্র সন্দেহভাজন গরু চোরদের সন্ধানকারী একটি সামরিক ইউনিটকে লক্ষ্য করে ওই হামলা চালায়। দুর্ভাগ্যবশত স্থল ও বিমান বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে হামলাকারীদের খুঁজে পেতে ব্যর্থ হয়।
এর আগে মঙ্গলবার (৪ জানুয়ারি) নাইজার ও টোগোর লোম বন্দরের মধ্যে প্রায়শই সামরিক পাহারায় প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার মালবাহী ট্রাক যাতায়াতের স্থলে হামলাকারিদের শনাক্ত করে এবং বিমান হামলা চালিয়ে তারা ১৫ জনকে হত্যা করেছে।
নাইজার, মালি ও বুরকিনা ফাসোর মধ্যবর্তী সীমান্ত অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে ইসলামিক স্টেট গ্রুপ ও আল-কায়েদার সঙ্গে যুক্ত জিহাদিদের আস্তানা হয়ে আছে। জিহাদিরা প্রায়শই সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহী যুদ্ধ চালিয়ে আসছে।
নাইজারের সামরিক বাহিনী ২০২৩ সালের জুলাই মাসে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। সাব-সাহারান আফ্রিকায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাজুম।