আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত করে : শেখ হাসিনা

শেয়ার

আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৬ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ইসলামের খেদমতে অনেক অবদান রেখে গেছেন। আওয়ামী লীগও ইসলামের খেদমত করে চলেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে ইসলামের জন্য কাজ করেছে।

তিনির্ আরো বলেন, ধর্মের দোহাই দিয়ে কেউ যাতে কাউকে বিপথগামী করতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। সেজন্য মসজিদের বয়ানে খাদ্যে ভেজাল, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে।

উল্লেখ্য, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্প চলমান। এরমধ্যে ১০০টি মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.