অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত গিল

শেয়ার

ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন শুভমান গিল। চলতি বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তাই স্বাভাবিকভাবেই বিশ্বকাপে নজর থাকছে তার দিকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নাও খেলতে পারেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ডেঙ্গু জ্বরে ভুগছেন গিল। গত বুধবার ও বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেননি। তবে টিম ম্যানেজমেন্ট আশা করছে দ্রুতই ফিট হয়ে উঠবেন ডানহাতি এই ওপেনার।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে গিল প্রসঙ্গে জানায়, ‘মেডিক্যাল টিম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাকে। আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে উঠবে সে।’

চলতি বছর ওয়ানডেতে ৭২.৩৫ গড়ে ১ হাজার ২৩০ রান করেছেন গিল। ম্যাচের আগে পুরোপুরি ফিট না হলে তার পরিবর্তে ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধতে পারেন ইশান কিশান।

আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে স্বাগতিক ভারত। যদিও এর আগে বৃষ্টির কারণে দুটি প্রস্তুতি ম্যাচের একটিও খেলা হয়নি তাদের।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.