প্রতিবেদক,রাজশাহী :
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় এলাকায় অসুস্থ গরু বিক্রি করতে এসে ভুটভুটি গাড়ির চালকসহ ৪ জনকে আটক করেছে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
মঙ্গলবার রাত ১২ টার দিকে তাহেরপুর হরিতলা মোড় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই হাবিবুর রহমান হাবিব।
আটক কৃতরা হলেন, নাটোর নলডাঙ্গা সেখারিপাড়া এলাকার রমজান আলির ছেলে আরিফ (৩৫), হায়দার আলীর ছেলে মাজেদুল (২১), আশিদুলের ছেলে মনিরুল ইসলাম (২৫), আলাউদ্দিনের ছেলে (৩৫) সামাদ।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গেছে, তাহেরপুর পৌরসভার জামলই গ্রামের মৃত ইদ্রিসের ছেলে রহিদুল ইসলাম ও তার স্ত্রী রুবি খাতুন, রহিদুল ইসলামের ছেলে ওমর আলী, খলিলুর রহমানের ছেলে হাসান মিলে রহিদুলেরর বাড়ির ভিতরে নাটোর নলডাঙ্গা এলাকা হতে ২২ হাজার ৫০০ টাকা দিয়ে অসুস্থ গরু কিনে এসে জবাই করে চামড়া সরিয়ে মাংস বাহির করছিলেন।
পুলিশের হাতে আটককৃত গরুর মালিকদের দেয়া তথ্যের ভিত্তিতে রহিদুল এর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে রহিদুল ও তার সহযোগীরা পালিয়ে যায়। এসময় রহিদুলের এক সহযোগীকে আটকের পরে ছেড়ে দেই পুলিশ। এসময় বাড়িতে থাকা রফিকুলের স্ত্রী ঘটনা স্বীকার করে বলেন, আমার স্বামী এই গরুর মাংস রাজশাহী শহরে বিভিন্ন হোটেলে বিক্রি করেন। আমার স্বামী পুলিশ দেখে পাঁচির টপকে পালিয়ে গিয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় জবাইকৃত গরু মাটিতে পুটে রাখা হয়।
আরো জানা গেছে, রহিদুল ও সহযোগীরা দীর্ঘদিন যাবত রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে অসুস্থ ও কুকুরে কামড়ানো গরু কিনে এনে বাড়িতে জবাই করে সেই মাংস বিভিন্ন হোটেলে কম দামে বিক্রি করতেন। শুধু রফিকুল নয় এমন আরো কিছু কসাই আছে যারা এমন কাজের সাথে জড়িতো।
তাহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিল সমসের আলি বলেন, ঘটনা সঠিক। আমরা খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখেছি গরুর মাংস থেকে দূর্গন্ধ বাহির হচ্ছিল। পুলিশের সামনে এলাকার জনসাধারণ নিয়ে ওই গরু মাটিতে পুতে রাখা হয়েছে। সেই সাথে এধরণের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে তাদের।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই হাবিবুর রহমান হাবিব বলেন, রাতে ডিউটি করার সময় তাহেরপুর হরিতলা মোড়ে ১ জন ভুডভুডি চালক ও তিনজন ব্যাক্তিকে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে তারা অসুস্থ একটি গরু ২২ হাজার পাঁচশত টাকা দিয়ে তাহেরপুর জামলই গ্রামের রফিকুলের কাছে বিক্রি করে গরুটি তার বাড়িতে দিয়ে বাড়ি ফির ছিলেন।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে, রহিদুল ইসলামের বাড়িতে আমরা অভিযান চালায়। এসময় অসুস্থ গরু জবাই করা অবস্থায় পাওয়া যায়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে রহিদুল ও সহযোগীরা পালিয়ে যায়। রহিদুলের স্ত্রী বিষয়টি স্বীকার করেন পুলিশের কাছে। অসুস্থ প্রায় মরে যাওয়া গরুটি বিক্রি করার অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে।