অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দিয়ে থাকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এমন শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত লিংকে আবেদনের অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তান এই আর্থিক অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে পিতা, মাতা বা অভিভাবকদের বাৎসরিক আয় ২ লাখ টাকার কম হতে হবে।
প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিয়ে থাকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
এ লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে eservice.pmeat.gov.bd/admission এই লিংকে প্রবেশ করে আবেদন করতে বলা হয়েছে।