অষ্টমবারের মতো পুত্র সন্তানের বাবা হলেন বরিস জনসন

শেয়ার

প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবারের মত পুত্র সন্তান জন্মের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।

আজ মঙ্গলবার (১১ জুলাই) তার স্ত্রী ক্যারি জনসন ইনস্টাগ্রামে নবজাতককে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে বিষয়টি সামনে আনেন।

মঙ্গলবার এ তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ।

বরিস নেতৃত্বের যোগ্য নন', দাবিতে ৮ মন্ত্রীর পদত্যাগ | The Daily Star Bangla

প্রতিবেদনে বলা হয়, ৫৯ বছর বয়সী সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সদ্য প্রসূত এই শিশু অষ্টম সন্তান হলেও ক্যারি-বরিস দম্পতির তৃতীয় সন্তান এটি।

মিসেস জনসনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট অনুযায়ী নতুন এই শিশুর জন্ম জুলাইয়ের পাঁচ তারিখে। যার নাম রাখা হয়েছে ফ্র্যাঙ্ক আলফ্রেড ওডিসিউস জনসন।

ক্যারি জনসন তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেন, ‘ফ্র্যাঙ্কির এক সপ্তাহ! ৫ জুলাই সকাল ৯টা ১৫ মিনিটে জন্ম নেয়া ফ্রাঙ্ক আলফ্রেড ওডিসিয়াস জনসনকে পৃথিবীতে স্বাগতম।’

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে বরিস জনসন ও ক্যারির সংসারে প্রথম ছেলে উইলফ্রেডের জন্ম হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে ব্রিটিশ এই দম্পতির সংসারে দ্বিতীয় মেয়ে সন্তান জন্ম নেয়। ক্যারির সঙ্গে সংসার শুরুর আগে বরিস জনসন আরও দুটি বিয়ে করেছিলেন।

সেই দুই সংসারে তার কতজন সন্তান আছে, সে বিষয়ে কখনোই কোনো তথ্য প্রকাশ করেননি জনসন। তবে তার দ্বিতীয় স্ত্রী আইনজীবী ম্যারিনা হুইলার ঘরে তাদের চার সন্তান রয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.