বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রদানসহ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি অবিলম্বে জাতীয়করণ ঘোষণার দাবী জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (২০শে এপ্রিল) বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও শিক্ষক-কর্মচারি সংগ্রামী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম রনি এবং বাশিসের মহাসচিব মোঃ রিয়াজ উদ্দিন এক যৌথ বিবৃতিতে এ দাবী জানান।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষক সমাজকে ভোটার লিস্ট তৈরি করাসহ, নির্বাচনী সকল কাজে ব্যবহার করা হলেও শিক্ষকদের দাবী পূরণে কেউ আন্তরিক নয়। এটি খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। শিক্ষকদের পাশে দাঁড়ানোর মতো কোন অভিভাবক নেই। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা ভবনের কর্মকর্তাদের কাজের সমন্বয়হীনতা রয়েছে বলে মনে করেন শিক্ষক নেতৃবৃন্দ। যার ফলে শিক্ষক সমাজের ন্যায্য দাবী পূরণ হচ্ছে না।
এসময় বিবৃতিতে আরও স্বাক্ষর করেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মীর আঃ মালেক, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ রিয়াজ উদ্দিন অর্থসচিব মোঃ আবুল বাশার বাদশা, প্রেসিডিয়াম সদস্য মোঃ মোহসিন উদ্দিনম মোঃ আনোয়ার হোসেন, গোলাম মোস্তফাম মিজানুর রহমান প্রমুখ।