অবশেষে রাজশাহীতে নৌকা প্রার্থীকে ফুল দেয়া পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শেয়ার

প্রতিবেদক,রাজশাহী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ফাঁড়ি ইনচার্জের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান।

অভিযুক্ত কর্মকর্তার নাম জিলালুর রহমান। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলেন।

সূত্র জানায়, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবুল কালাম আজাদ। তিনি তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। এছাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন। মনোনয়ন পাওয়ার পর এলাকায় ফিরলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এসআই জিলালুর রহমান। এসময় অপর এক এসআই তার সাথে ছিলেন।

আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে পড়লে শনিবার বাগমারার তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিলালুর রহমানকে প্রত্যাহার করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনাটি জানার পর এসআই জিলালুরের সাথে কথা বলি আমি। তিনি দাবি করেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটা এখনকার নয়, অনেক পুরনো। তবে যেহেতু একটা বিতর্ক সামনে এসেছে, সে কারণে তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি ইতোমধ্যে ফাঁড়ি থেকে চলে গিয়ে পুলিশ লাইনসে যোগ দিয়েছেন বলেও জানান ওসি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.