অফিস ফাঁকি দিয়ে ব্যক্তিগত ব্যবসা করেন সরকারি কর্মচারী !

শেয়ার

লক্ষ্মীপুর:

সরকারি চাকুরি বিধির কোন তোয়াক্কা না করে দীর্ঘদিন থেকেই অফিস ফাঁকি দিয়ে নিয়মিত ব্যক্তিগত ব্যবসা করেন লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) হারাধন চন্দ্র নাথ।

 

রবিবার (১৩মে) দুপুর সোয়া ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা শহরের তমিজ মার্কেটে অবস্থিত হাই ফার্মেসীতে ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন হারাধন।

 

অফিস সময়ে সরকারি দায়িত্ব পালন না করে, ব্যক্তিগত ব্যবসার বিষয়ে জানতে চাইলে, উপস্থিত সাংবাদিকদের সঠিক কোনো উত্তর না দিয়ে অসংলগ্ন কথাবার্তা বলেতে থাকেন তিনি। এক পর্যায়ে দোকান থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যান হারাধন।

 

মার্কটের কয়েকজন ব্যবসায়ী জানান, আমরা শুনেছি উনি ভূমি অফিসে চাকরি করেন। সরকারি অফিস টাইম ৫টা পর্যন্ত হলেও বেশিরভাগ সময় ১২টা ১টার দিকে এসে উনি দোকানে বসেন।

 

স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতা জানান, হারাধন বাবু এলাকায় নিজেকে ভূমি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। বাড়ির পাশেই নিজ অফিস হওয়ায় অফিস করা নিয়ে ওনার কোন নিয়মনীতি নেই, কখনো ১ঘন্টা আবার কখনো ২ঘন্টা এই, এর বেশি আর তাকে পাওয়া যায় না।

 

এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, এটা অন্যায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.