সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে এই প্রথম উদ্বোধন হলো ওয়াফেল স্টেটের।
শুক্রবার (১৩ ই অক্টোবর) বেলা ১১ টায় লক্ষ্মীপুর গার্লস স্কুলের পূর্ব পাশে, রেহান উদ্দিন ভূঁইয়া সড়কে আশেপাশের ব্যবসায়ি, পথচারী ও মদিনাতুল উলূম রহমতে আলম ইসলামিক মিশন মাদ্রাসার হুজুর ও ছাত্রদেরকে নিয়ে মিলাদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপু সহ ফিতা কাঁটার মাধ্যমে ওয়াফেল স্টেটের শুভ উদ্বোধন হয়।
মানসম্পূর্ণ খাবারের সুসজ্জিত পরিবেশ ওয়াফেল স্টেটের চারিপাশ। উন্নত মানের ডেকোরেশনে এইখানে আছে টেডির সাথে ছবি তোলার সুযোগ।
এইখানে আছে নচিলা চকো, নচিলা ওভারলোড, নচিলা ফুড মিক্স, নাটস বানানা,প্রিমিয়াম ব্লুবেরি, চকোলেট উইথ আইস্ক্রিম,নচিলা লিচ লোডেট, প্রিমিয়াম স্ট্রোবেরি,নচিলা প্রিমিয়াম আইস্ক্রিম, চকোলেট ওভারলোড ও ওয়াফেল স্টেটের স্পেশাল মিট বক্স।
এছাড়াও রয়েছে বিভিন্ন চাইনিজ আইটেমের ফুড। গেস্টদের কোনো পছন্দের আইটেম থাকলেও ওর্ডার করলে পাওয়া যাবে এই রেস্টুরেন্টে।
ওয়াফেল স্টেটের শেফ আরিফুল ইসলাম বলেন, আমি ঢাকা সোনারগাঁও থেকে কোর্স করা। লক্ষ্মীপুর শহরে নতুন কিছু আইটেম নিয়ে আমার আগমণ।এই ওয়াফেল স্টেটে বিভিন্ন ধরনের ওয়াফেল পাওয়া যাবে। ওয়াফেল গুলো খেতে খুবই টেষ্টি।আরো অনেক আইটেম আছে যেমন মিট বক্স, মম, রাইস বল। স্টুডেন্ট অনেক প্যাকেজ আছে। কারো জম্নদিন, বৌ-ভাত, বিভিন্ন অনুষ্ঠান থাকলে আমাদের এইখানে ওর্ডার করতে পারেন আমরা বিভিন্ন অফিসের প্রোগ্রামের ওর্ডার গুলো নিয়ে থাকি।
ওয়াফেল স্টেটের ম্যানেজার মাহবুবুর রহমান আরাফাত বলেন, বৃহত্তর নোয়াখালীর মধ্যে এই প্রথম লক্ষ্মীপুরে হচ্ছে ওয়াফেল স্টেট। এইখানে বিভিন্ন ওয়াফেল ফুড আছে ও ফাস্ট ফুড আছে। আমাদের শেফ প্রশিক্ষিত এবং অভিজ্ঞ। আমাদের ইচ্ছে আছে সামনে আরো ভালো ভালো ফুড এইখানে এনার জন্য। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো আপনারা এসে আমাদের খাবার টেস্ট করে, আমাদের ওয়াফেল গুলোর মান বিভেচনা করুন।