পল্লী নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের ঝুঁকি অনেক, তবুও চ্যালেঞ্জ নিয়ে সাহসিকতার সঙ্গে কাজ করতে হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
জেলা প্রশাসক বলেন, সমাজের অন্যায় অবিচারকারী দুর্বৃত্ত, অপরাধীর বিরুদ্ধে কলম সৈনিকদের সোচ্চার থাকতে হবে। দুর্বৃত্তরা অপকৌশলে সাংবাদিকদের লেখনী বন্ধ রাখার অপচেষ্টায় থাকে। কখনো অপশক্তির সঙ্গে আপস করা যাবেনা। দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ক্লাবের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যদের বক্তব্য রাখেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ সভাপতি কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটি সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস, সাংবাদিক আলী হোসেন প্রমূখ।
অপশক্তির সঙ্গে আপোষ নয় : লক্ষ্মীপুরের জেলা প্রশাসক
Array
