অন্য কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে কি না কীভাবে বুঝব?

শেয়ার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আর আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ পড়ছে কি না সেটি মুহূর্তের মধ্যেই ধরতে পারবেন। হোয়াটসঅ্যাপে বন্ধুর সঙ্গে কোনো গোপন বিষয়ে আলোচনা করছেন অথবা ভালোবাসার মানুষকে আপনার কোনো সেলফি ছবি পাঠিয়েছেন— কিন্তু আপনার গোপন চ্যাটবক্সে অন্য কেউ যদি পড়েন ফেলেন। তহলে সমাধান করবেন কিভাবে?

হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় সতর্ক রাখলেই বুঝতে পারবেন অন্য কেউ আপনার চ্যাটবক্সে পড়ছে কিনা। হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ ঢুকলে নোটিফিকেশন হিসেবে ফোনে আসত। সঙ্গে বেজে উঠত নোটিফিকেশনের ঘণ্টাও। কিন্তু হঠাৎ যদি নোটিফিকেশন আসার সময় আওয়াজ না হয় তাহলে বুঝতে হবে আপনার ব্যক্তিগত চ্যাট অন্য কেউ পড়ে ফেলছেন।

আবার আপনার মেসেজ ঢুকার সঙ্গে সঙ্গে বার্তার নিচে দুটো টিক পড়ে। এখন যদি কোনো ইউজার দেখেন, তিনি মেসেজ পড়েননি, অথচ মেসেজের নিচে দুটি টিক পড়ে গিয়েছে, আর বদলে গিয়েছে রঙও, তাহলে বুঝতে হবে তার অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস নিয়েছেন। কিন্তু কে অ্যাক্সেস করছে। খুব সহজে এর খোঁজ পেতে পারেন ব্যবহারকারী। আর যদি অ্যাকাউন্টে অন্য কারো অ্যাক্সেস থাকে, তাহলে তা খুব সহজে রিমুভও করা যায়।

হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে একবার চোখ বুলিয়ে দেখে নিন, অন্য কোনো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে কি না। নিজের ফোন থেকে এক ক্লিকেই সমস্ত ডিভাইস থেকে লগ আউট করে দিন।

আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ, অথবা যে অ্যাপগুলোর সত্যতা নিয়ে আপনার মনে সন্দেহ রয়েছে, সেই অ্যাপগুলো ফোন থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন। এই অ্যাপগুলো থেকে ফোন হ্যাক করার সম্ভাবনাও কিন্তু একেবারে এড়ানো সম্ভব নয়।

এমনকি, ফোনে কোনো অপরিচিত বিষয় সম্পর্কিত নোটিফিকেশন ঢুকে পড়লেও সাবধান হতে হবে। তবে বিপদ থেকে বাঁচার উপায়ও রয়েছে। ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে হোয়াটসঅ্যাপ লগ ইন করলে তা মনে করে লগ আউট করুন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.