বিয়ে করেছেন আয়মান সাদিক ও মুনজেরিন শহিদ। আজ শুক্রবার রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মানের সঙ্গে স্কুলটির ইংরেজি শিক্ষক মুনজেরিনের আকদ সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরা। সামাজিক মাধ্যমে মুনজেরিন জানিয়েছেন তার অন্যরকম পথচলার শুরু হলো।
মুনজেরিন নিজের বিয়ের মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন। সেখানে উঠে এসেছে আয়মান সাদিকের সঙ্গে তার বিয়ের মুহূর্ত। এসময় আয়মান-মুনজেরিন দুজনকেই দেখা গেছে হাস্যোজ্জ্বল। ক্যাপশনে মুনজেরিন লিখেছেন, একটা অন্যরকম বিকেল। একটা অন্যরকম পথচলার শুরু।
মুনজেরিন শহীদ এর আগে নিজের ফেসবুকে বিয়ের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে বর-কনে সাজে হাস্যোজ্জ্বলভাবে ধরা দিয়েছেন তারা। ক্যাপশনে টেন মিনিট স্কুলের এ শিক্ষক লেখেন, আলহামদুলিল্লাহ, আমি আমার তারকাকে খুঁজে পেলাম।
আয়মান সাদিক এরপর একই ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত। পোস্টের মন্তব্যের ঘর শুভকামনায় ভরিয়ে দেন নেটাগরিকরা।
আয়মান-মুনজেরিনের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই ভাসছিল বাতাসে। তবে এ বিষয়ে একেবারেই নিশ্চুপ ছিলেন তারা। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের কার্ড। ওই কার্ড সূত্রে জানা যায়, আগামী ২৩ সেপ্টেম্বর হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। মুহূর্তেই ভাইরাল হয় বিষয়টি।
কার্ডে লেখা ছিল আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিয়ে–পরবর্তী অনুষ্ঠানের কথা।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে ২০১৮ সালে ‘কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ নেন আয়মান সাদিক। ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পান একই বছর। মুনজেরিন শহীদ চট্টগ্রামের মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর শতভাগ বৃত্তি নিয়ে একই বিষয়ে স্নাতকোত্তর করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষক হিসেবে।