অনলাইন ক্লাস বয়কটের একদফা দাবি জাবির নবীন শিক্ষার্থীদের

শেয়ার

শহিদুল্লাহ মনসুর,জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক (সম্মান) (২০২২-২০২৩) সেশন ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস বর্জনের ডাক দিয়েছে। তারা অনলাইনে ক্লাস করতে নারাজ- স্বশরীরে ক্লাস দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন জাবির নবীন শিক্ষার্থীরা। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার বেশ কিছু মাস হয়ে গেলেও এখনো ক্যাম্পাসের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়নি জাবির ৫২ তম আবর্তনের শিক্ষার্থীদের।বিগত বছরের ৩০শে নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু হয়। অনলাইনে ক্লাস চললেও পুরনো বছর পেরিয়ে নতুন বছর শুরু হলেও এখনো স্বশরীরের ক্লাস নেয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

নবীন শিক্ষার্থীরা তাদের মনোভাব ব্যক্ত করে বলেন, পুরোপুরি জাবিয়ান আর হলাম কোথায়? আমাদের ভর্তি পরীক্ষার পর ২য় বার ক্যাম্পাসের মুখ দর্শনেরও সুযোগ হয়নি অনেক শিক্ষার্থীদের। তার মধ্যেই অনলাইন ক্লাস, দিয়ে দিয়েছেন কোর্স বণ্ঠনও সাথে চূড়ান্ত পরীক্ষার তারিখ জুরে দিয়েছেন বিভিন্ন বিভাগ। আমরা এখনও আমাদের ক্যাম্পাস থেকে অনেক দূরে। অন্যদিকে ২০২৩-২০২৪ সেশনেরও ভর্তি পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছেন জাবি প্রশাসন। আর এইদিকে আমরা ভালোভাবে চিনিই না আমাদের জাবি ক্যাম্পাস।

নবীন শিক্ষার্থীরা জানান, শুধু কোর্স গুলো সম্পর্কেই জানতে পেরেছি। ৮ টা কোর্সের মধ্যে ঠিক ভাবে ৪ টা ক্লাসও হচ্ছেনা। বাকি ৪ টা ক্লাসের কোনো খবরই নাই। বই কেনার ব্যাপারে স্যারকে জিজ্ঞাসা করলে স্যার বলেন এখনি বই কিনতে হবে না এখন শুধু অ্যাটেনডেন্স নেয়ার জন্য ক্লাস হচ্ছে এক মাস পর ক্লাস শুরু হলে বই কিনে নিও তখন বই এর নাম বলে দিব এক মাস বই না পড়লে আহামরি ক্ষতি হবে না।

নবীন শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস এবং হল অ্যালোর্টমেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষ­া) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ জানান, নতুন হল গুলোতে যদি আউটসোর্সিং এর মাধ্যমে লোকবল নিয়োগ করতে পারি তাহলে আমরা শীঘ্রই হল চালু করতে পারবো বলে আশা রাখি তবে সেটি এখনো সিধান্ত হয়নি। হল অ্যালোর্টমেন্ট এর ব্যাপারে তিনি বলেন হল অ্যালোর্টমেন্ট তো আসলে অফিসিয়ালি দেয়, রেজিস্টার অফিস থেকেই দেয় সেজন্য মিটিং করেই এটা করবে আর কি, সব প্রোভোস্ট এবং রেজিস্ট্রার অফিস মিটিং করে তারপর সিদ্ধান্ত নেবে কবে হল দেয়া হবে তবে পুরো প্রক্রিয়াটা এখন প্রসেসিং এর মধ্যেই আছে। জানুয়ারি মাসের আগামী এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে এই ব্যাপারে সকল সিদ্ধান্ত হয়ে যাবে, মিটিং ছাড়া একজ্যাক্টলি ডেট বলা যাবে না, তবে জানুয়ারির মধ্যেই ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে এটুকু বলতে পারি

উল্লেখ্য, বিগত বছরের ১৮ জুন থেকে ২২ জুন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু স্বশরীরে নবীনদের ক্লাস শুরুর আগেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.