আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে হযরত শাহ্ মিরান আলিম মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতিতে ভেঙ্গে পড়েছে শিক্ষাকার্যক্রম। ২০১৯ইং সাল থেকে প্রতিষ্ঠানটিতে ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কে›ন্দ্র করে দুই প্রুপের পৃথক পৃথক মামলা দায়েরের পর থেকে কোন ম্যানেজিং কমটি না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধাান করে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। ২০২২ইং সনে অধ্যক্ষ এটিএম আবদুল্লা ভূইয়ার মৃত্যুর পর তড়িগড়ি করে দায়িত্ব বুঝে নেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ গাফপার। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গত ১৫ বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটিতে কোন পরিদর্শন না করায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ গাফপার ভূঁইয়া একক সেচ্ছাচারিতা,স্বজনপ্রীতি, তার পছন্দ মোতাবেক শিক্ষক প্রতিনিধি জাসিম উদ্দিন, বিএসি মাসুদ আলম প্রাইভেট পড়ানোর সুযোগ দিয়ে কমিশন আদায়সহ অফিস সহকারী মর্জিনা বেগমকে সাথে নিয়ে নিজের ইচ্ছা মাপিক বিধিবর্হিভূতভাবে মাদ্রাসাটি পরিচালনা করে আসছে। বৃহস্প্রতিবার ৫ অক্টোবর সকালে সরেজমিনে মাদ্রাসায় পরিদর্শনে গেলে বিভিন্ন অনিয়ম ও দূর্নিতির বিষয়ে সত্যতা পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে গত পহেলা জানুয়ারী ১৯৮৩ ইং সালে হযরত শাহ্ মিরান (রঃ) আলিম মাদ্রাসাটি সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয়।এরপর থেকে নিয়ম অনুযায়ী সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালিত হলেও ২০১৫ সালে স্থানীয় কর্তাব্যাক্তিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুফের দলাদলিতে কোন্দল প্রকাশ্যে রুপ নেয় । পরে আদালতে দুই গ্রুপের পাল্টাপাল্টি মামলায় তখনকার ম্যানেজিং কমিটি বাতিল হয়ে যায়। এছাড়াও দায়িত্বরত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার শিক্ষা প্রতিষ্ঠানটিতে পরিদর্শন না করায় বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল গাফফার তার পক্ষের সহকারি শিক্ষক জসিম,মাসুদ বিএসসি,আবু তালেব খন্দকার ও মাওঃ এছহাকসহ সংঘবদ্ধ গ্রুপ পরিক্ষার ফি,ফরম ফিলাপ ফি, প্রশংসাপত্র বিতরন ফি, অনুদানের টাকাসহ সকল উন্নয়নমূলক অর্থনৈতিক কর্মকান্ডের বিষয়ে কাউকে না জানিয়ে ভাগবাটোয়ারা করে আত্মসাত করে আসছে। প্রতিষ্ঠানের এমন অর্থনৈতিক লুটপাটের কর্মকান্ডে মাদ্রাসাটিতে বর্তমানে শিক্ষা কার্যক্রম ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে পড়েছে। বছরের পর বছর ক্রমান্ময়ে কমছে জিপিএ-৫ ও পাশের হার।
মোঃ শাহাজাহান মিয়া নামের এক শিক্ষার্থীর অভিভাবক জানায়, প্রাইভেট পড়ানো নিষিদ্ধ থাকলেও মাসুদ বিএসসি মাদ্রাসার পাশে চইন্নার বাড়িতে কেরানি সুমনের কাছ থেকে বাসা বাড়া নিয়ে বেশ কয়েক ধাপে বিভিন্ন ক্লাসের ৩৫-৪০ জন শিক্ষার্থীদের বাধ্যতামূলক প্রাইভেট পড়ান। এছাড়াও বিদ্যালয়ের শ্রেনীকক্ষে জসিম, এসহাক, আবু তালেব খন্দকারসহ বেশ কয়েকজন শিক্ষক সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত শতাধিক শিক্ষাথীকে প্রাইভেট পড়ান।
নাম প্রকাশে অনিশ্চুক সাবেক এক অভিভাবক সদস্য জানান, ম্যানেজিং কমিটি না থাকায় ও প্রশাসনের নজরদারির অভাবে পরিক্ষার ফি বাবদ নবম শ্রেনী ১৭০০, ৮ম-১২০০,৭ম,৬ষ্ঠ ও ৫ম শ্রেনির ১০০০ টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে অসাধু চক্রটি। এছাড়া জনপ্রতি ১০০০ টাকা করে না দিলে প্রশংসাপত্র এবং মার্কশীট পায়না শিক্ষার্থীরা।
অফিস সহকারী সুমন হোসেন বলেন, অধ্যক্ষ আর হিসাবরক্ষক মর্জিনা ছাড়া প্রতিষ্ঠানের আয়-ব্যায়ের খবর অন্য কেউ জানেনা। মূলত এ কারনেই প্রতিষ্ঠানের শিক্ষকরা কয়েক গ্রুপে বিভক্ত।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ গাফপার ভূঁইয়া জানান, প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করতেই কিছু দুষ্ট প্রকৃতির অভিভাবক অনেক আগ থেকেই উঠে পড়ে লেগেছে। তাদের কারনেই মাদ্রাসার সুনাম ক্ষুন্ন হচ্ছে। আর প্রাইভেট পড়ায় না বাংলাদেশে এমন কোন মাদ্রাসা নাই। এজন্য আমার শিক্ষকরা প্রাইভেট পড়ায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোনাজের হোসেন জানান, প্রতিষ্ঠানটিতে অভিযোগের শেষ নেই। এর পরেও আমি এবং ইউএনও ম্যানেজিং কমিটি গঠনের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মাদ্রাসা এডহক কমিটির প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শারমিন ইসলামের সাথে মুঠো ফোনে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।