লক্ষ্মীপুরে মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলিতে মহাষ্টমী পালিত

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উদযাপন করা হয়েছে বুধবার।

এ উপলক্ষে জেলার ৭৮টি পূজা মণ্ডপে নতুন সাজে বাহারি সব পোশাকে নারী-শিশুসহ বিভিন্ন বয়সী ভক্তরা ভিড় জমান। পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহাষ্টমী উদযাপন করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

বুধবার (১৩ অক্টোবর) শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া, আনন্দময়ী কালী বাড়ি মন্দিরসহ কয়েকটি পূজা মণ্ডপে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

এসময় শঙ্খ  উলুধ্বনি  আর ঢাকের তালে সবাই মেতে উঠেন। এর আগে ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে পূজা শুরু হয়। দুর্গোৎসবে এবার দেবীর আগমন ঘটবে ঘোড়ায় আর করোনা মহামারি নিয়ে দোলায় চড়ে বিদায় নেবেন বলে জানান ভক্তরা।

এদিকে পূজাকে ঘিরে কঠোর  নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসন। নিরাপত্তায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.