লক্ষ্মীপুরে কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিচ্ছে অস্ত্র মামলার আসামিরা

শেয়ার

লক্ষ্মীপুর জেলা কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিচ্ছে অস্ত্র মামলায় অভিযুক্ত ৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে জালিস মাহমুদ নামে একজন আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কারাগারেই বসেই পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা দিচ্ছে। অপর ৪ পরীক্ষার্থী আগামী ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নেবে।

জালিস রামগঞ্জ উপজেলার সাউদেরখিল গ্রামের বাসিন্দা ও রামগঞ্জ মডেল কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। অন্যরা হলেন, উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ তাইয়ুব, হাতিপুরের ইফতেখার আহমেদ ফয়সাল, দরবেশপুর গ্রামের তাহমুন হোসেন মামুন ও নোয়াগাঁওর ফজলে রাব্বি। তারা একই কলেজের মানবিক বিভাগের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, ৫ জন পরীক্ষার্থীই অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি। এর মধ্যে একজন সকালে পরীক্ষায় বসে। জেল কোড নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষা হচ্ছে। বাকিদের পরীক্ষা ৫ ডিসেম্বর।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.