ঢাকায় এলো ১০ লাখ চীনা টিকা

শেয়ার

ঢাকা: চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ সিনোফার্মের টিকার চালান ঢাকায় এসে পৌঁছেছে। ১০ লাখ সিনোফার্মের টিকার চালান নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শুক্রবার (২ জুলাই) দিনগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শুক্রবার ঢাকার চীনা দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চীন থেকে মোট ২০ লাখ টিকা আসছে। এর মধ্যে শনিবার (৩ জুলাই) সকালে বাকি ১০ লাখ টিকা পৌঁছাবে।

শুক্রবার (২ জুলাই) রাতে স্বাস্থ্যমন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।
ঢাকার চীনা দূতাবাস ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এর আগে জানান, চীন থেকে কেনা ১০ লাখ টিকা শুক্রবার রাত পৌনে ৯টায় বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা দেয়।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।  দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। তবে এবার চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ টিকার প্রথম চালান এলো।

বিমানবন্দরে টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ অনেকে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.