গবেষণা: ওমিক্রন তিন গুণ বেশী পুনঃসংক্রমন ঘটাতে পারে

শেয়ার

ডেল্টা বিটার চেয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট তিন গুণ বেশী পুনঃসংক্রমণ ঘটাতে পারে বলে প্রাথমিক এক সমীক্ষায় উঠে এসেছে।

দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা বৃহস্পতিবার ( ডিসেম্বর) প্রাথমিক ভাবে এক সমীক্ষায় তথ্য জানান।

বিজ্ঞানীরা জানান, দেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে সংগৃহীত তথ্য উপাত্ত এবং প্রথম মহামারি সংক্রান্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পূর্বের সংক্রমণ থেকে ইমিউনিটি এড়াতে ওমিক্রনের সক্ষমতা যাচাই করে এই ফলাফল পাওয়া যায়।

দেশটির স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, গত ২৭ নভেম্বর পর্যন্ত আক্রান্ত ২৮ লাখ লোকের মধ্যে ৩৫ হাজার ৬৭০ জন পুনঃসংক্রমিত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার ডিএসআইএনআরএফ সেন্টার অব এক্সিলেন্স ইন এপিডোমিওলজিক্যাল মডেলিং অ্যান্ড এনালাইসিস পরিচালক জুলিয়েট পুলিয়াম এক টুইটে বলেছেন, “সাম্প্রতিক পুনঃসংক্রমণ এমন ব্যক্তিদের মধ্যে ঘটেছে যাদের প্রাথমিক সংক্রমণ পূর্ববর্তী তিনটি কোভিড ঢেউ জুড়ে ঘটেছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.