কমলনগরে সরকারি ভুমি উদ্ধার

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর কমলনগর ভূমি অফিসের জায়গা জবরদখল করে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছে কমলনগর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর ) সকালে উপজেলার চর লরেন্স বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমা নেতৃত্বে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদে এ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা দখল করে গড়ে উঠা ১৭টি মৌজার প্রায় ২০-২৫টি দোকান ঘর উচ্ছেদ করা হয়।’

এসময় উপস্থিত ছিলেন কমলনগর সার্ভেয়ার ভুমি প্রমেষর চাকমা, হাজিরহাট ইউনিয়ন তহসিলদার মো. আবুল কাশেম, চর লরেন্স ইউনিয়ন তহসিলদার, লরেন্স বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক রহমান পাটওয়ারী।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমা বলেন- নোটিশের পাঁচ মাস অতিবাহিত হলেও ঘর মালিকরা নিজ উদ্যোগে না নেওয়ার সরকার জমি রক্ষায় এই উচ্ছেদ অভিযান।

উল্লেখ্য, অস্থায়ী ইজারাকৃত একসনা বন্ধবস্ত দেওয়া এসব নথি বাতিল করে পর পর দুই বার স্থাপনা সরানোর নোটিশ করা হয়। শেষ নোটিশের পাঁচ মাস হয়ে গেলেও স্থাপনা না সরানোর কারনে উপজেলা ভুমি অফিস এই অভিযান দেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.