এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে ১৪ লাখ শিক্ষার্থী

শেয়ার

উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় শুরু হচ্ছে আজ। সারাদেশে সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হবে। করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ের ৮ মাস পর হচ্ছে এই পরীক্ষা।

এবার প্রায় ১৪ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে অংশ নিচ্ছে। সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র দেড় ঘণ্টায় হবে এবারের পরীক্ষা। সকালে ও বিকালে দুই ধাপে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, পরীক্ষার প্রথমদিন সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন।

এবার যারা এ পরীক্ষায় অংশ নিচ্ছে, মহামারীর কারণে তাদের সশরীরে ক্লাস করার সুযোগ খুবই কম ছিল। করোনা পরিস্থিতিতে এবারের পরীক্ষা হচ্ছে নতুন নিয়মে।

আগের মত ১২টি বিষয়ের পরীক্ষা এবার শিক্ষার্থীদের দিতে হবে না। সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি পত্রের পরীক্ষা দিতে হবে তাদের।

বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.