ঈদের আগে বন্ধই থাকছে দূরপাল্লার বাস

শেয়ার

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আগামী ৬ মে থেকে জেলার ভেতরে গণপরিবহন চলবে। তবে শহরের মধ্যে গাড়ি খুলে দেওয়া হলেও এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না কোনো পরিবহণ। তাই তাই বন্ধই থাকছে দূরপাল্লার বাস।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকেদের একথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ৬ মে থেকে গণপরিবহন জেলার ভিতরে চলাচল করতে পারবে। যেমন- ঢাকার বাস ঢাকা জেলার মধ্যে থাকতে হবে। আন্তঃজেলা চলাচল করবে না। অর্থাৎ সরকারের সিদ্ধান্তে দূরপাল্লার বাস চলাচল করবে না ঈদে।

তিনি আরও বলেন, চলমান লকডাউন বা বিধি-নিষেধ ঈদুল ফিতর পর্যন্ত বাড়ানোয় ট্রেন ও লঞ্চ চলাচলও বন্ধ রাখা হবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.