অন্তঃসত্ত্বা স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

শেয়ার

ফেনীতে দুই বছর আগে এক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা নারীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. ইয়াসিন (৩৫) ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের আবদুল মুন্সীর ঘাট গহির কোম্পানি বাড়ির আহসান উল্যার পুত্র। রায়ে ইয়াসিনকে ৫০ হাজার টাকা জরিমানাও দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত থেকে ছিলেন। মামলার বরাতে ফেনী আদালতের রাষ্ট্রপক্ষের আসামি হাফেজ আহমেদ জানান, ২০১৮ সালের ২৬ নভেম্বর অটোরিকশা চালক ইয়াসিনের সঙ্গে উপজেলার শিবপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী জাফর উল্যাহ বাড়ির মোহাম্মদ মোস্তফার মেয়ে শিরিনা আক্তারের বিয়ে হয়।

শিরিনাকে হত্যার পর তার স্বামী ইয়াসিন, শশুর আহসান উল্যা ও শাশুড়ি ফিরোজা বেগমকে পুলিশ আটক করে। পরে ইয়াসিন হত্যার দায় স্বীকার করলে ২০১৯ সালের ৮ মার্চ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যতি পালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ২০২০ সালের ১৮ জানুয়ারি ইয়াসিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই বছরের ১০ নভেম্বর মামলার চার্জ গঠন হয় বলে জানিয়েছেন হাফেজ আহমেদ।

 

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.