শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন প্রধানমন্ত্রী

শেয়ার

জাতীয় সংসদ: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চৈত্রের রোদ্রে পুড়ে তিনদিন ধরে রাস্তায় বসে আছে। তারা তো অসুস্থ হয়ে পড়বে। রাস্তা বন্ধ হয়ে আছে, মানুষ হাসপাতালেও যেতে পারছে না।

ধবার (১১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকে এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যেহেতু কেউ কোটা পদ্ধাতি চায় না, তাই কোনো কোটাই থাকবে না। এতে তো আর কারো আপত্তি থাকবে না। মেয়েরাও দেখি রাস্তায় নেমে গেছে। তার মানে তারাও কোটা চায় না। আমি খুশি, তারা পরীক্ষা দিয়ে চলে আসবে। তাহলে কোটা পদ্ধতিরই দরকার নেই।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, যথেষ্ট হয়েছে, তারা বাড়ি চলে যাক।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.