লক্ষ্মীপুর ভ্রাম্যমাণ আদালতে গ্যান্ড হোটেলের জরিমানা

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:
অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার পরিবেশেন ও হোটেলের অভ্যন্তরে মূল্য তালিকা না থাকায় লক্ষ্মীপুর গ্র্যান্ড হোটেলে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করে।

এসময় হোটেলের দুই কর্মচারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডস্থ গ্র্যান্ড হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্ব দেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুজ্জামান।

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার ও হোটেলে অভ্যান্তরে খাবারের মূল্য তালিকা না থাকায় দুই কর্মচারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, হোটেল কর্মচারী রানা চৌধুরী ও আলা উদ্দিন। পরে ভ্র্যাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের ১০ হাজার টাকা জরিমানা  অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসি বেগমসহ পুলিশ সদস্যরা।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.