লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ সার্ভিস উদ্বোধন ২৭ জানুয়ারি

শেয়ার

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের সঙ্গে নৌরুটে ঢাকার যোগাযোগ সহজ হতে চলেছে। চাঁদপুর হয়ে নয় এবার লক্ষ্মীপুর থেকে সরাসরি ঢাকার লঞ্চ ছেড়ে যাবে।

আগামী ২৭ জানুয়ারি (শনিবার) বিকেলে সদর উপজেলার মজু চৌধুরীরহাটের মেঘনাপাড়ে ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস উদ্বোধন করবেন নবনিযুক্ত বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনসহ ( বিআইডব্লিউটিসি) সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাহবূবুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত মন্ত্রীর সফর সূচি থেকে এ তথ্য জানা যায়।

লক্ষ্মীপুরবাসী চাঁদপুর থেকে নৌ-পথে লঞ্চ যোগে ঢাকায় যাতায়াত করছে। লক্ষ্মীপুর থেকে সরাসরি লঞ্চ সার্ভিস চালু হলে দুর্ভোগ কমবে, সময় বাচঁবে ও যোগাযোগ আরও সহজ হবে

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.