লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে ২ লাখ ৭৬ হাজার শিশু

শেয়ার

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১৪ জুলাই লক্ষ্মীপুরে মোট ২ লাখ ৭৬ হাজার ১২০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ।

কর্মশালায় সিভিল সার্জন জানান, জেলার ৪টি পৌরসভাসহ মোট ৫৮টি ইউনিয়নের (৬-১১) মাস বয়সী ৩০ হাজার ৬০০ শিশুকে নীল রঙের ও (১২-৫৯) মাস বয়সী ২ লাখ ৭৬ হাজার ১২০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষ্যে ৩ হাজার ৭৩৫ জন কর্মী ও ১৮৩ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। ১ হাজার ৫১২টি অস্থায়ী ও ৫টি স্থায়ী কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি।

কর্মশালায় সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.