ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শেয়ার

নিদহাস ট্রফ্রিতে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রেমাদাসায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান তাড়া করে জেতার আত্মবিশ্বাস নিয়েই আজ ভারতের বিরুদ্ধে লড়বে টাইগাররা। একাদশের বোলিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

টাইগার একাদশে আজ তাসকিনের জায়গায় মোটামুটি নিশ্চিত তরুণ পেস বোলার আবু হায়দার রনি। পেস বোলার তাসকিনের নিয়ন্ত্রণহীন বাজে বোলিংয়ের কারণেই তাকে বাদ দেয়া হবে। গত ম্যাচে সবচেয়ে বাজে বোলিং করেছেন তিনি। ওইদিন মাত্র তিন ওভার বোলিং করে ৪০ রান দেন তিনি। তার মধ্যে দুই ওভারেই দেন ৩৩ রান। যার কারণে ভারতের বিপক্ষে তাকে বাদ দিতে বাধ্য টিম ম্যানেজমেন্ট।

এছাড়া সাব্বিরের পারফরম্যান্স নিয়েও উঠেছে নানা প্রশ্ন। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ সময়ে খুব বাজেভাবে রান আউট হন তিনি। তাই ধারণা করা হয় আজ বাদ যেতে পারেন সাব্বিরও। সাব্বির বাদ গেলে তার জায়গায় দেখা যাবে আরিফুল হককে। তবে আজও সাব্বিরেরই থাকার সম্ভাবনাই বেশি। কারণ একটাই আন্তর্জাতিক অভিজ্ঞতা। ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে লড়তে হলে অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাই সাব্বিরের বদলে নতুন কাউকে দলে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। তাছাড়া ভারতে বিপক্ষে প্রথম ম্যাচে ২৬ বলে ৩০ রানের ইনিংস খেলে এই ব্যাটসম্যান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান/আরিফুল হক, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.