ব্রাজিল বধে বেলজিয়ামের নতুন কৌশল!

শেয়ার

বিশ্বকাপ মানেই উন্মাদনা। মাঠের উন্মাদনা ছড়িয়ে যায় পুরো বিশ্বে। আর রাশিয়া বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে ব্রাজিল-বেলজিয়াম। আর এ ম্যাচকে সামনে রেখে দুই দলই নিয়েছে রণপ্রস্তুতি। ছক কষছে প্রতিপক্ষ বধের। তবে ব্রাজিল বধের ছক ও কৌশল এবার নিজেই জানালেন বেলজিয়াম কোচ।

বিশ্বকাপে মত আসরে গুরুত্বপূর্ণ ম্যাচে কোচরা সাধারণত প্রতিপক্ষের সেরা তারকাদের নিয়ে বিশেষ পরিকল্পনা করেন। দলীয় পরিকল্পনার বাইরে ওই খেলোয়াড়দের আটকে রাখার জন্য থাকে বিশেষ ও গোপন কিছু কৌশল। যেমন লিওনেল মেসিকে বাম পায়ে শট নিতে না দেয়া, ক্রিশ্চিয়ানো রোনালদোকে বল নিয়ে দৌড়ানের জায়গা না দেয়া- এমন অনেক পরিকল্পনা করেই সফল হওয়ার রেকর্ড বহু আছে।

যেমন বেলজিয়ামের দ্রুতগতির স্ট্রাইকার রোমেলু লুকাকুকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে ব্রাজিল, উরুগুয়ে ভাবছে কিলিয়ান
এমবাপ্পোকে কাউন্টার অ্যাটকের সুযোগ দেয়া চলবে না। সাথে তারা গ্রিজম্যানকে আটকানোর জন্যও ছক কষছে। কিন্তু এবার ব্রাজিল দলটি কোন একক তারকা নির্ভর নয়। তাই বেলজিয়ামের কোচ কোন বিশেষ পরিকল্পনা রাখেননি একক কোন খেলোয়াড়রের জন্য। চিন্তাটা স্বাভাবিক। এই ব্রাজিল তারকায় ঠাসা। নেইমার, কুতিনহো, পাওলিনহো, জেসুস, আবার নিচ থেকে উপরে উঠে বিপদ ঘটনানোর সামর্থ আছে মার্সেলো কিংবা উইলিয়ানের।

এত তারকার ভিড়ে কাউকে নিয়ে বিশেষ পরিকল্পনা করার সুযোগ কোথায়? তাই তো বেলজিয়ামের কোচ কোন একক খেলোয়াড়কে নিয়ে মাথা ঘামানোর চাইতে দলগতভাবেই ব্রাজিলকে মোকাবেলার পথ খুঁজছেন। ব্রাজিলের বিপক্ষে খেলার ব্যাপারে বেলজিয়াম কোচ মার্টিনেজ বলেন, ‘এমন ম্যাচে জিততে গেলে আপনাকে ১১ জন নিয়ে রক্ষণ সামলাতে হবে। আবার ১১ জনকেই আক্রমণে ভূমিকা রাখতে হবে। আমরা তাদের বিপক্ষে খেলার কৌশলের কথা বলছি না। তবে আমাদের পায়ে বল থাকলে কি করতে হবে তা ভালোমতো বুঝতে পারছি।’

ব্রাজিলকে সেরা ধরে নিয়ে মার্টিনেজ আরো বলেন, এমন ম্যাচ খেলার জন্যই জন্ম হয়েছে ব্রাজিলের খেলোয়াড়দের। আমরাও ম্যাচটি জয়ের জন্যই খেলবো। তবে আমরা তাদের ফুটবলার ও সমর্থকদের মতো বড় করে প্রত্যাশা করতে পারছি না। এটাই হলো দুই দলের পার্থক্য।’

তবে ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার দিকেই যে নজর রয়েছে দলটির সেটি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন তিনি। নিজের দলকে কোন দিক থেকেই ব্রাজিলের চেয়ে কমশক্তির ভাবতে রাজি নন। বলেন, ‘এই দুই দলই ম্যাচে গোল করতে পারে এবং জয় তুলে নিতে পারে। ব্রাজিলের বিপক্ষে শুধু পায়ে বল ধরে রাখলেই চলবে না। বল নিয়ে আসল কাজটাও করতে হবে। আর বিশ্বকাপে সেটাই আসল। আমরা জানি এই ম্যাচে আমাদের কি করার সামর্থ্য আছে। তবে ব্রাজিল এ ম্যাচে ফেবারিট থাকবে। তারা আমাদের অন্য ভূমিকায় ঠেলে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আমাদের খেলোয়াড়দের জন্য স্বপ্নের এক ম্যাচ।’

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.