কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ

শেয়ার

রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। ইতোমধ্যে প্রথম ও নক-আউট পর্ব শেষে বিদায় নিয়েছে ফেভারিট অনেক দল ও তারকা খেলোয়াররা। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া। এছাড়া নক-আউট পর্ব থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগারের মতো শিরোপাপ্রত্যাশী দলগুলো। তবে দুর্দান্ত খেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে যোগ্য দলগুলোই।

কোয়ার্টার ফাইনালের দলগুলো হলো : উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ব্রাজিল, সুইডেন, বেলজিয়াম ও ইংল্যান্ড। দুইদিনের বিরতি শেষে (বুধবার ও বৃহস্পতিবার) আগামী শুক্রবার থেকে এই কোয়ার্টার ফাইলানের খেলা শুরু হবে। কোয়ার্টারের ৮টি দলের মধ্য থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে।

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ ও সময় (প্রতিটা খেলা বাংলাদেশ সময় অনুযায়ী):

৬ জুলাই (শুক্রবার) : ফ্রান্স-উরুগুয়ে (নভগোরোদ, রাত ৮টা)
৬ জুলাই (শুক্রবার): ব্রাজিল-বেলজিয়াম (কাজান, রাত ১২টা)

৭ জুলাই (শনিবার): সুইডেন-ইংল্যান্ড (সামারা, রাত ৮টা)
৭ জুলাই (শনিবার): রাশিয়া-ক্রোয়েশিয়া (সোচি, রাত ১২টা)

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে পর্দা উঠেছে গত ১৪ জুন। ফাইনাল খেলা হবে আগামী ১৫ জুলাই। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এর আগে, ৩২ দল থেকে ১৬ হয়ে মঙ্গলবার ঠিক হয়েছে কোয়ার্টারের ৮ দল।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.