কমলনগরে ৪২ হাজার কারেন্ট জাল ধ্বংস

শেয়ার

আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে কোস্টগার্ডের অভিযানে জব্দ হওয়া ৪২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এর আগে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে উপজেলার চর জগবন্ধু প্রাথমিক বিদ্যালয় মাঠে জাল আগুনে পোড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন কমলনগর ইউএনও মো. ইমতিয়াজ হোসেন, মৎস্য কর্মকর্তা আ. কুদ্দুস ও কোস্টগার্ড উপজেলা সিসি মো. রেজাউল করিম, কমলনগর থানার (ওসি) মো. ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা আ. কুদ্দুস জানান, ১ লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি আকারে ছোট ইলিশ পোনা ধরা, বিক্রি, পরিবহন ও মজুত করা দন্ডনীয় অপরাধ।

উপজেলা কোস্টগার্ড কর্মকর্তা (সিসি) মো. রেজাউল জানান, দুই দিনে অভিযান চালিয়ে প্রায় ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.