ওয়েবসাইট এর রকমফের

শেয়ার

আগের লেখায় আপনাদের ধারণা দেয়া হয়েছিল ওয়েবসাইট কি। আজ আমি লিখব ওয়েবসাইট কত প্রকারের হতে পারে। নিচে বিভিন্ন ওয়েব সম্পর্কে ধারণা দেয়া হলো

স্ট্যাটিক ওয়েব সাইট: বেশির ভাগ সাইটের প্রিমেটিভ ফর্ম হচ্ছে স্ট্যাটিক ওয়েব সাইট। এসকল ওযেবসাইট কেবল মাত্র HTML দ্বারা তৈরী বা এডিট করা যায়। এসকল সাইটে কম তথ্য বা প্রেজেন্টেশন থাকে, অর্থাৎ ৫-১৫ টি পেজ থাকে এবং কোন ডেটাবেজ ম্যানেজমেন্টএর দরকার হয়না। যেমন, www.arksylhet.com

বিভিন্ন পারসোনাল সাইট, প্রমো সাইট, প্রেসেন্টেশন সাইট, ফটোগ্যালারী গুলো স্ট্যাটিক সাইট হয়।

ডায়নামিক ওয়েব সাইট: বিভিন্ন ধরণের তথ্যাবলি সম্বলিত সাইট হলো ডায়নামিক সাইট। সাধারণত এসকল সাইট হয় ই-কমার্স ভিত্তিক। এসাইটের ডাটা গুলি যেকোন সময় ইনসার্ট, এডিট, ডিলেট বা আপডেট করা যায়। বর্তমানে কমার্স বেজড সাইট গুলো হচ্ছে ডায়নামিক। এসকল সাইট আপনি অনলাইন আপডেট করতে পারবেন। যেমন, www.wordpress.com www.blogspot.com www.amazon.com www.ebay.com www.download.com ইত্যাদী।

বিভিন্ন ব্লগ, কমুনিটি সাইট, ফ্রেন্ডলী সাইট,ফোরাম গুলো ডায়নামিক সাইটের অভ্যন্তরে পড়ে।

লেখক: শামীম আরাফাত রকি, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ব্লগার, ওয়েব পাবলিশার।

source: shamimarafat.com

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.