উজ্জীবিত একাদশ নিয়েই মাঠে নামবে টাইগাররা

শেয়ার

অনলাইন ডেস্কঃ

চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে টাইগাররা এখন সেমিফাইনালে। আগামীকাল তারা মুখোমুখি হবে গতবারের শিরোপাজয়ী ভারতের। তবে টাইগার একাদশ নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মাশরাফি। পাশাপাশি, দলও আছে দারূণ ছন্দে। তাই উজ্জীবিত একাদশ নিয়েই মাঠে নামতে চান তিনি।

এই লড়াইয়ের আগে বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে খেলোয়াড়রা খুবই উজ্জীবিত। এই ম্যাচটি অন্য আর-দশটা ম্যাচের মতো খেলতে পারলে আমাদের জন্যই ভালোই হবে। ‘

এসময় তিনি আরো বলেন, ‘আমরা একটা একটা করে ম্যাচ খেলার পরিকল্পনা নিয়েই এখানে এসেছিলাম। এখন আমরা সেমিফাইনালে উঠেছি। আমি মনে করি, আমরা যদি এই ম্যাচটাও সেমিফাইনাল না ভেবে অন্য যেকোনো ম্যাচের মতো খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো। ’

  1. চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশের সফরটা ছিল খুবই রোমাঞ্চকর। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হার। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির সুফলে এক পয়েন্ট অর্জন। এরপর সাকিব-মাহমুদুল্লাহর রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ঐতিহাসিক জয়। তবে তখনো নিশ্চিত নয় স্বপ্নের সেমি। সমীকরণ তখন বলছিল, ইংল্যান্ডের বিপক্ষে হারতে হবে অস্ট্রেলিয়াকে। আর শেষ পর্যন্ত হলোও সেটাই। বৃষ্টি আইনে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। আর তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নের সেমিফাইনালে পৌঁছে গেল টিম বাংলাদেশ
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.